শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চা বাগানের সংকট নিরসনে কাল ত্রিপাক্ষিক বৈঠক : সুরাহা না হলে চলমান থাকবে চা শ্রমিকদের আন্দোলন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:১৪ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে দেশের সব চা-বাগানে চলমান ধর্মঘট নিরসনে চা-শ্রমিক ও বাগান মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। এ জন্য কাল (মঙ্গলবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান। তিনি বলেন, মহাপরিচালক শ্রীমঙ্গলে এসে প্রথমে বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসবেন। পরে চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন বাগান-মালিকদের সঙ্গে। এখন যেহেতু ধর্মঘটের কারণে দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে একটা দূরত্ব, তাই শুরুতেই দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বসে সমস্যার সমাধান কঠিন হবে। ইতিমধ্যেই উভয় পক্ষকে মহাপরিচালকের সঙ্গে বসার জন্য বলা হয়েছে। তারা রাজি হয়েছেন বৈঠকে বসতে । তবে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে শ্রমিকরা। চলমান আন্দোলনে মিছিল সমাবেশ সহ সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা। তাদের আন্দোলনে অচলাবস্থা বিরাজ করছেন সিলেট সহ দেশের ২৪০টি চা বাগানে। যদিও আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারনে আন্দোলনে নমীয়তা প্রদর্শন করেছেন চা শ্রমিকরা। কাল থেকে তাদের আন্দোলন জোরদার করা হবে বলে জানিয়েছে চা শ্রমিক সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এব্যাপারে বাংলাদেশ চা –শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল জানান, ‘যেহেতু মহাপরিচালক আমাদের সঙ্গে বসে চলমান আন্দোলনের একটি সমাধান করতে চাচ্ছেন, আলোচনায় রাজি আছি আমরা। তবে কর্মসূচি অনুযায়ী চলবে আমাদের যৌক্তিক আন্দোলন। আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাব।’

নিপেন পাল আরও জানান, ‘আমাদের শ্রমিকেরা কী কঠিন অবস্থায় আছে, সেটি অবশ্যই দেখতে হবে সরকার ও মালিকপক্ষকে। চা বাগানের শ্রমিকদের খাদ্যের অভাব, ভালো চিকিৎসার অভাব, ছেলেমেয়েদের পড়াশোনার অভাব। ঘরে ঘরে শ্রমিকদের কষ্ট। আমরা এর একটি ভালো সমাধান চাই। ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশে এসে আমরা দাসত্বের জীবন কাটাতে চাই না। আমাদের দাবি নিয়ে সুন্দর সমাধান পেলে আন্দোলন প্রত্যাহার করব আমরা। কিন্তু দাবি না মানা হলে কঠোর আন্দোলনে নামব।’

এর আগে গত মঙ্গলবার থেকে চা– বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন কর্মবিরতি ও গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন সিলেট সহ দেশের চা শ্রমিকেরা। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রী বরাবরে তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন