শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাটমোহরে নৌকায় অশ্লীলতার অভিযোগে নারীসহ ১৫ জন আটক

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ৫:৫৮ পিএম

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকার বিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ নারী,১১ কিশোরসহ ১৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আঃ হান্নানের ছেলে নাজিম উদ্দিন (১৯),এবাদত হোসেনের ছেলে হাসু আহমেদ (২২),আমির হোসেনের ছেলে আজমত (২৪),রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯),আঃ কুদ্দুসের ছেলে সোহেল (২১),আসিব আলীর ছেলে অঃ কাদের (১৯),মকুল হোসেনের ছেলে সোহান (১৯),আঃ ছাত্তারের ছেলে রফিকুল (১৯),আফসার আলীর ছেলে আলাইদ্দিন (১৯),গজারমারা গ্রামের রিপন হোসেনের ছেলে শাকিল (১৮),শাহনগরের মোজাহার আলীর ছেলে মথু ইসলাম (১৫),নাটোরের বড়গাছা মহল্লার হাসমত মন্ডলের স্ত্রী নিসাবা বেগম কিরণ (২৪),নাটোরের গুড়পাড়ার তোফাজ্জল হোসেনের মেয়ে অয়শা পারভীন (১৬),নৌকার মাঝি চাটমোহরের করকোলা গ্রামের তোরাব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার ইলাম হোসেনের ছেলে জহুরুল (২৭)।
পুলিশ জানায়,ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর নাটোর থেকে ৩ নারী করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে-এমন সংংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙ-এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১২জন কিশোর,২জন নারী ও নৌকার ২ জন কে আটক করে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন