কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : বিজয়ের মাসে কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব। আজ বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে অনুষ্ঠিত উৎসবে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়। প্রেসক্লাব নাগেশ্বরীর পরিকল্পনায় শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা পরিবারের আয়োজনে পতাকা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমতুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার প্রমুখ।
উৎসবের শুরুতে জাতীয় সঙ্গীতের ইতিহাস জানিয়ে শুদ্ধ জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পতাকা উৎসবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২টি করে সঠিক মাপের পতাকা বিতরণ করা হয়। সেই সাথে আয়োজকরা প্রতি বছরে স্থানীয়ভাবে এই দিবসটি পালনের ঘোষণা দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন