শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮ মাসে সর্বনিম্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জ্বালানি তেলের দাম ফের কমেছে। এ দাম গত ৮ মাসের মধ্যে সর্বনি¤েœ নেমে এসেছে। রাশিয়া-ইউক্রেট যুদ্ধের কারণে তেলের দাম বাড়লেও চীনের অর্থনৈতিক দুর্বলতা ও ইরানের পারমাণবিক কার্যক্রমের ইস্যুতে আন্তর্জাতিক বাজারে গত মঙ্গলবার থেকে অপরিশোধিত তেলের দাম কমেছে। এদিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডবিøউটিআই) জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ৩ দশমিক ২৮ ডলার (৩ দশমিক ৬৭ শতাংশ) কমে ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে নেমেছে। এটা জানুয়ারির পর এই তেলের সর্বনিম্ন দাম।

অন্যদিকে ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দামও কমেছে। একই দিনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯৮ শতাংশ (৩ দশমিক ১৩ শতাংশ) কমে ৯২ দশমিক ১২ ডলারে নেমেছে। এটি চলতি বছরের ফেব্রæয়ারির পর থেকে ব্রেন্ট ক্রুডের সর্বনিম্ন দাম।

গত বুধবার ডবিøউটিআই অপরিশোধিত তেলের দাম কিঞ্চিৎ বেড়েছে। এদিন প্রতি ব্যারেল ডবিøউটিআই তেল বিক্রি হয়েছে ৮৬ দশমিক ৫০ ডলারে। তবে ব্রেন্ট ক্রুড তেলের দাম গতকাল খানিক কমে ৯২ দশমিক শূন্য ২ ডলারে নেমেছে।

যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরেই অপরিশোধিত তেলের দরপতনের সুবাদে গ্যাসোলিন তথা পরিশোধিত তেলের (পেট্রল) দাম কমছে। দেশটিতে পেট্রলের গ্যালনপ্রতি গড় দাম কমে এখন ৩ দশমিক ৯৫ ডলারে নেমেছে। গত মাসে মার্কিন গ্যাসোলিনের দাম ৬০ সেন্ট কমেছে। তবে তা এখনো গত বছরের একই সময়ের তুলনায় ৭৬ সেন্ট বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বিশ্বে জ্বালানি তেলের বৃহত্তম আমদানিকারক ও দ্বিতীয় বৃহত্তম ব্যবহারকারী চীনের প্রকাশিত অর্থনৈতিক তথ্য-উপাত্ত ভালো না হওয়ায় এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের ইস্যুকে কেন্দ্র করেই জ্বালানি তেলের দাম কমে। নির্দিষ্ট সময়সীমার ঠিক কয়েক মুহ‚র্ত আগে ইরান তার ‘চ‚ড়ান্ত’ পারমাণবিক চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে। ওই চিঠিতে ইরান জানায় যে তারা একটি সুরক্ষিত চুক্তি করার কাছাকাছি ছিল। সেখানে এ রকম একটি পয়েন্ট রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের দিক থেকে এমন গ্যারান্টি থাকার কথা, ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট চুক্তিটি পরিবর্তন করতে পারবেন না।

র্তমান অপরিশোধিত তেল নিয়ে মৌলিক ইস্যু হলো, ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে প্রতিদিন বাজারে কয়েক হাজার ব্যারেল অপরিশোধিত তেল বেশি আসতে পারে। ইরানও ইঙ্গিত দিয়ে রেখেছে যে তারা কয়েক মাসের মধ্যে উৎপাদন ও রপ্তানি বাড়াতে চায়।

আন্তর্জাতিক বাজারে কিছুদিন ধরে জ্বালানির দাম ধীরে ধীরে কমছে। বিশ্বব্যাপী ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় অনেক দেশেরই জ্বালানিসহ আমদানি ব্যয় বেড়ে গেছে। আর বিভিন্ন দেশের আমদানি কমায় দাম কমছে। এর ওপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমেছে এবং উন্নত দেশগুলোতে মন্দার আবহ শুরু হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশে দাম কমিয়ে সমন্বয় করা হবে এমন ঘোষণা দেয়া হলেও এখনো জ্বালানির দাম কমানো হয়নি। হঠাৎ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সবকিছুই দাম বেড়ে গেছে। মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। ##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
jahangir alam ১৯ আগস্ট, ২০২২, ৭:৪০ এএম says : 0
আমাদের বেহেস্ত দোযগে পরিণত হয়েছে।আর যারা দাম বাড়িয়েছে তারা রঙিন চশমার পড়ে্বলে খারাপ দিকটা নজরে আসেনি।
Total Reply(0)
শুদ্ধাচারী রাখাল ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৪ এএম says : 0
গাছে বেল পাকিলে তাতে কাকের কি? সেই অবস্থা এখানে!
Total Reply(0)
অরণ্য ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৫ এএম says : 0
বাংলা বাজারের সাথে মেলালে কি হবেরে পাগলা
Total Reply(0)
Nafiz Shikder ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৫ এএম says : 0
ta te ki Bangladesh a high...bhara double sob kisu double...
Total Reply(0)
M A Liton Mahmud ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৬ এএম says : 0
আর আওয়ামী লীগ সরকারের কাছে তেলের দাম বেশি এই হল আওমীলীগ
Total Reply(0)
Mizan Khan ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৬ এএম says : 0
আর বাংলাদেশে দাম বেড়েছে
Total Reply(0)
Khondoker Shahin ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৭ এএম says : 0
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হয়ে লাভ নেই আমরা ইউরোপ আমেরিকা সম্মানের দেশ আমাদের বাড়তেই হবে না বাড়লে আমাদের মন্ত্রী-এমপিরা চলবে কিভাবে
Total Reply(0)
MD Sharif Mir ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৭ এএম says : 0
বাংলাদেশর ইতিহাসে সর্বোচ্চ তেলের দাম
Total Reply(0)
M Sumon Uddin ১৯ আগস্ট, ২০২২, ৭:৩৭ এএম says : 0
এজন্য ই আমাদের দেশে বৃদ্ধি হয়েছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন