শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

২১ আগস্ট স্মরণে সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানালো মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেই সাথে সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দাও জানিয়েছে দূতাবাস।

এ নিয়ে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে; ‘২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই।’

উল্লেখ্য, গতকাল ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতানেত্রী নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন