জ্বালানি সংকটের কারণে বদলে গেলো অফিসের সময়। শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ সপ্তাহে দুই দিন। এবার অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুৎ ব্যবহারের পিক আওয়ার দিনের বেলায় চলে এলে ‘একটি ভারসাম্য আসবে’ বলে তিনি আশা করছেন।
বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় এক ঘণ্টা এগিয়ে এনে সকাল ৯টার বদলে কাজ শুরু হয়েছে সকাল ৮টায়।
পাশাপাশি কর্মঘণ্টা কমানো হয়েছে এক ঘণ্টা। বিকাল ৫টার বদলে ৩টার সময় অফিস ছুটি হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজের সূচিও বদলে গেছে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে।
নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “আমরা দেখলাম, আগে যে ট্রেন্ড ছিল, সকাল ১০টা থেকে বাড়ত (বিদ্যুতের চাহিদা)। এখন দেখলাম সকাল ৯টা থেকে (চাহিদা) বাড়া শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন