বেপরোয়া গতিতে ছুটে চলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাসের সহকারী নিহত হয়েছে। নিহতের নাম মো. ইকবাল হোসেন (৩৬)। একই ঘটনায় আরো অন্তত ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়। দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, চট্টগ্রাম শহরের সিনেমা প্যালেস থেকে ছেড়ে আসা একটি বাস যাচ্ছিলেন টেকনাফে।মঙ্গলবার রাত আনুমানিক তিনটার সময় লোহাগাডা উপজেলার রাজঘাটা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার ইকবাল নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১০ যাত্রী।
নিহতের স্বজন মো. জহির উদ্দিন বলেন, চালকের বেপরোয়া গতি ও তার চোখে ঘুম থাকায় ঝিমিয়ে ঝিমিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি।দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন