ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৫টি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার এলাকায় ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৪ ফার্মেসি মালিককে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ আইনে ২৭ হাজার টাকা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ মোতাবেক ১ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক বাজারে এমন অভিযান পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন