মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোববার ভারত-পাকিস্তান ম্যাচ : সুপার ফোরের পুরো সূচি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:১২ এএম

মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।

এবার এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ছিল ভারত, পাকিস্তান ও হংকং। দুই দলকে হারিয়ে আগেই ‘সুপার ফোর’-এ পৌঁছে গিয়েছে ভারত (শীর্ষস্থান থাকায় ‘এ ১’ তকমা পেয়েছে)। হংকংকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এবার এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ পৌঁছে গেল পাকিস্তান (‘এ ২’)। সূচি অনুযায়ী, আগামী রোববার ‘সুপার ফোর’-র লড়াইয়ে ‘এ ১’ এবং ‘এ ২’ মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ আট দিনের ব্যবধানে আবারো ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে।

অবশ্য, এই দুই দল ফাইনালেও মুখোমুখি হতে পারে।

সুপার ফোরের সূচি

৩ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান : শারজা (বি ১ বনাম বি ২)

৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান : দুবাই (এ ১ বনাম এ ২)

৬ সেপ্টেম্বর : ভারত বনাম শ্রীলঙ্কা : দুবাই (এ ১ বনাম বি ১)

৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম আফগানিস্তান : শারজা (এ ২ বনাম বি ২)

৮ সেপ্টেম্বর : ভারত বনাম আফগানিস্তান : দুবাই (এ ১ বনাম বি ২)

৯ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান : দুবাই (বি ১ বনাম এ ২)

১১ সেপ্টেম্বর : ফাইনাল : দুবাই

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন