সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা ফুটবল মাঠে বজ্রপাতে নবম শ্রেণির ছাত্র শুভজিত নিহত হয়েছে। এসময় মারাত্মকভাবে জখম হয়েছে আরো দুজন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শুভজিত ভাতশালা গ্রামের রাজু'র ছেলে। সে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করতো।
স্থাণীয়দের মাধ্যমে জানা গেছে, শুভজিতসহ কয়েকজন সহপাঠী বিদ্যালয় সংলগ্ন মাঠে দুপুরে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টি নামে। হঠাৎ বজ্রপাতে শুভজিত নিহত হয়। আর দুজন মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে,তাদের নাম জানা সম্ভব হয়নি।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন