সাতক্ষীরার কলারোয়ায় নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাজমা খাতুনের স্বামী উপজেলার ইলিশপুর গ্রামের আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাবু সরদার (২০) বলেন, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। এজন্য সকালে রান্না করেনি। আমি বাসায় রুটি কিনে দিয়ে রুটি খেয়ে আব্বুকে কাজে চলে যেতে বলি। তখন দাদি আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আমি তোকে ভাইপোদের দিয়ে মার খাওয়াবো। আম্মুকে ঘরে শুয়ে থাকতে দেখে আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে আম্মুকে ফোন দিলে রিসিভ করেনি। বাড়িতে ফিরে এসে দেখি, গলাকাটা অবস্থায় মায়ের লাশ পড়ে রয়েছে। দাদির কথা শুনে আম্মুকে মেরে ফেলেছে আব্বু।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে বাসটি থামিয়ে আব্দুল আলীমকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন