সীতাকুণ্ডে বড়দারোগার হাট এলাকায় সড়ক র্দূঘটনায় মোঃ জাবেদ(২৪)নামক এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।তিনি ফেনী সদরের পূর্ব গবিন্দপুর গ্রামের মোঃ শাহাজান’র ছেলে।(৫ সেপ্টেম্বর) সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়দারোগারহাট স্কেল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন দুপুর আনুমানিক ২টার দিকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট স্কেল এলাকা অতিক্রম করছিল। এসময় সামনে থাকা একটি ট্রাককে দেখে ব্রেক করলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ঐ ট্রাকের নিচে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মোঃ জাবেদ আহমেদ’র মৃত্যু হয়।আর সাথে থাকা অপর বন্ধুটি ভাগ্যক্রমে বেঁচে যান। এ বিষয় কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হক ইনকিলাবকে বলেন, বড়দারোগার হাট স্কেল দিয়ে চট্টগ্রাম মূখী একটি মোটর সাইকেল দ্রুত গতিতে অতিক্রম করছি।এসময় সামনে থাকা একটি ট্রাককে দেখে মোটর সাইকেলটি ব্রেক করলে মোটর সাইকেলটি তখন নিয়ন্ত্রন হারিয়ে ঐ ট্রাকের চাকার নিচে পিষ্টহয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন।আর সাথে থাকা অপর ব্যক্তি বেঁচে যান।আমরা লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন