শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালীতে দিনে- দুপুরে ঘরের হ্যাসবোল্ট ভেঙ্গে দুর্ধর্ষ চুরি।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

পটুয়াখালী শহরে ঘরের দরজা ভেঙে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে । এসময় চোরেরা ১৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে শহরের পৌরসভা সংলগ্ন মুসলিম পাড়ার গাজী সরোয়ারের বাসায় এ ঘটনা ঘটে। তিনি দুমকী সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক, তার স্ত্রী ইসাক মডেল ডিগ্রি কলেজের প্রভাষক।
এ বিষয়ে গাজী সরোয়ার জানান, আমি, আমার স্ত্রী ও মেয়ে কেউই বাসায় ছিলাম না। এই সুযোগে আগে থেকে ওৎ পেতে থাকা চোরেরা দরজার হ্যাসবোল্ট ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা কাঠের ওয়ারড্রোপ ও স্টীলের আলমিরার তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ পঁচিশ হাজার টাকাসহ ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা বাসায় এসে এ অবস্থা দেখে পুলিশে খবর দেই।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন