ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব চালাক প্রকৃতির মানুষ। তিনি দ্রুতই তার দায়দায়িত্ব বুঝে নিতে পারবেন। রোববার রাশিয়ার এনটিভি’কে দেয়া সাক্ষাৎকারে পুতিন একথা বলেছেন। এর আগে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ট্রাম্প সহায়তা করবেন বলে তিনি আশা করেন। এনটিভি’কে পুতিন বলেন, ট্রাম্প একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি ইতোমধ্যে রাষ্ট্রের কর্ণধার হয়েছেন। তিনি এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি যেহেতু ব্যবসায় সফল হয়েছেন, সেহেতু বোঝাই যায়, তিনি চালাক মানুষ। আর তিনি চালাক হলে আরেক ধরনের দায়িত্ব দ্রুতই বুঝে নিতে সক্ষম হবেন। আমাদের ধারণা, তিনি এসব অবস্থান থেকেই দায়িত্ব পালন করে যাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন