রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

র‌্যাব পরিচয়ে সিলেটে জেলা যুবদলের নব নির্বাচিত সেক্রেটারী ‘মকসুদ’ আটক

জেলা বিএনপির নিন্দা, আদালতে প্রেরণের দাবী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:০৯ পিএম

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয়ে আটক করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে তাকে আটক করা হয় বলে দলীয় নেতাকর্মীসহ সিলেটের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে র‌্যাব-৯ সূত্র এমন কোনো তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেনি। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায়ও কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার। এদিকে, কোন ধরনের মামলা ছাড়াই ভোর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। অভিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। আজ বুধবার) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন