সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলী সরদার তালা উপজেলার পাটকেলঘাটা থানার আমানউল্লাহপুর গ্রামের শেরমত আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী (খুলনা-জ ০৫-০০২২) একটি যাত্রীবাহী বাস তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হন। আহত যাত্রীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন