শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয় :কুষ্টিয়ায় ইনু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৯ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন,‘বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজি ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা, এই ৪ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই। ’

তিনি বলেন, ‘১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল দলগুলোর একটি আদর্শিক জোট। আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয়। একলা চলো নীতি আত্মঘাতী।

তাই ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে। ’
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার দুপুরে জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন। বিভাগের ১০টি জেলা ও একটি মহানগর কমিটির নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করেন।

জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন