শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এজিয়ানকে সমাধিতে পরিণত করছে গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গ্রিসের বিরুদ্ধে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করার অভিযোগ করেছে তুরস্ক। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ভাষণে এজিয়ান সাগর এবং পূর্ব ভ‚মধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশী মানুষের ওপর ‘নিপীড়নের’ জন্য গ্রিসের সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, ‘যখন আমরা আয়লানের (আয়লান কুর্দি) মতো আরও শিশুদের মৃত্যু রোধ করতে সংগ্রাম করছি, তখন বেআইনি ও বেপরোয়া পুশব্যাকের মধ্য দিয়ে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করছে গ্রিস।’ এরদোগান বলেন, নিরপরাধ মানুষকে কনসেনট্রেশন ক্যাম্পে রেখে বা নৌকায় মারা যাওয়ার জন্য রেখে দিয়ে শরণার্থী সংকটের সমাধান করা যাবে না। তিনি বলেন, ‘ইউরোপ ও জাতিসংঘের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য এই নৃশংসতা বন্ধ করার সময় এসেছে।’ টিআরটি ওয়ার্ল্ড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন