বিনোদন ডেস্ক : হোম টিচার জাহিদ হাসান। চাকরি না থাকায় শহরে টিউশনি করেই টাকা পাঠান গ্রামে। ছাত্রী পাস না করলে টিউটর-এর সাথে বিয়ে দেয়া হবে। এমন শর্তে রাজি হয়ে বেশ বিপদে পড়ে জাহিদ হাসান। সোহেল রানা’র রচনা ও তারেক মিয়াজী’র পরিচালনায় এমন এক টিউটরের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকটির নাম টেনশন টিউশন। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ২০ মিনিটে। নাটকে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন, তাসনুভা এলভিন, শরিফুল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন