বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাইয়ে জুয়াখেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাত করায় ঘাতক আটক

কাপ্তাই(রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ পিএম

কাপ্তাইয়ে জুয়া খেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাত করায় ঘাতক যুবক আটক।, শুক্রবার (৩০সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান ফটকের সামনে পূর্ব শত্রুতা ও জুয়া খেলাকে কেন্দ্রকরে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মুলফটকের অভ্যন্তরে শিল্পএলাকায় বসবাসরত নুর হোসেন প্রকাশ নুরুর ছেলে মো. রনি হোসেন(-২০) নতুনবাজার বসবাসর কেপিএম টিলার আবুল হোসেনর ছেলে মো.আবুল কালামকে(২২) ছুরিকাঘাত করে। রনির নিকট রাখা ছুরিদিয়ে আবুল কালামকে পেটে ও বুকে ৫টি আঘাত করা হয়। এতে উক্ত যুবক গুরুত্বর ভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। আহত যুবককে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়।পরে অবস্থা খারাপ দেখে সন্ধ্যায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। কাপ্তাই ফাঁড়ির পুলিশ উক্ত ঘাতক যুবকে আটক করে। কাপ্তাই ৪নং ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন জানান এটা অনেক আগের পুরাতন ঘটনা। এবং রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভিতর আটকে রেখে মারধর করে।সে আত্মরক্ষার নেল কাটার দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ করে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, জানতে পাড়লাম জুয়াখেলাকে কেন্দ্রকরে উক্ত ঘটনা ঘটছে। এলাকার সচেতন লোকজন জানান, কাপ্তাইয়ের শিল্পএলাকা,জাকির হোসেন স মিল এলাকা,নৌবাহিনী সড়ক,কাপ্তাই স্কুল আশপাশ, লগগেইট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় মাদকদ্রব্য ও জুয়ার সয়লাব। মাদকের সাথে যুবকরা জড়িয়ে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। উক্ত ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল আমিন বাদি হয়ে মামলা করার প্রস্ততি নিচ্ছে বলে জানাযায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন