শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

কর্ণফুলী গ্যাসের অভিযানে ১৮৭ সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পাফনি লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) নগরীর চেরাগী পাহাড় এলাকায় কেজিডিসিএলের ভিজিল্যান্স টিম এবং জোনভিত্তিক গঠিত টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানকালে অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে বাণিজ্যিক গ্রাহক মেসার্স মর্জিনা স্টোরস এবং পতেঙ্গা, আগ্রাবাদ, মনছুরাবাদ, বাকলিয়া, বায়োজিদ রোড ও রাউজান এলাকায় অভিযান চালিয়ে বকেয়া বিল, অবৈধ সংযোগের কারণে ১৮৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে। এ সময় কেজিডিসিএলের ভিজিল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান সোহরাবসহ জোন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ
এনআরবি গেøাবাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
এনআরবি গেøাবাল ব্যাংকের ২৫তম পরিচালনা পর্ষদ সভা ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরী যাওয়ার পথে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করা হয়।
একই সাথে ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বড় ভাই মোহাম্মদ তকীউদ্দিন-এর মৃত্যুতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন