শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টেবিল টেনিসে সামান্থা-হাসিব চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৭:৪৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী শেখ রাসেল বয়সভিত্তিক টেবিল টেনিস খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ্ব-১৮ বিভাগে আবুল হাসেম হাসিব চ্যাম্পিয়ন ও প্রমি ক্ষিসা রানার্সআপ হন। অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে মো. আল হাদি চ্যাম্পিয়ন ও তসবিরুল ইসলাম তামিম রানার্সআপ হন। মেয়েদের বিভাগের অনূর্ধ্ব-১৮ গ্রুপে সামান্থা হোসেন তুশি চ্যাম্পিয়ন ও রেশমি তিঞ্চঙ্গা রানার্সআপ হয়েছেন। এই বিভাগে অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে নুসরাত জাহান অনন্যা চ্যাম্পিয়ন ও বৈশাখি খাতুন রানার্সআপ হন। কাল বিকালে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল গাফফার। এর আগে সকালে খেলার উদ্বোধন করেন জাতীয় দলের আরেক সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন