শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতারে বাংলাদেশ টিটি দলের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ৭:৪৪ পিএম

এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে পুরুষ একক ও নারী একক এবং পুরুষ দ্বৈতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় টিটি দল। শনিবার কাতারের দোহায় পুরুষ দ্বৈতে রাহিম ও মুহতাসিন হৃদয় ৩-২ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কাকে। দলগতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। একক ইভেন্টে মুহতাসিন হৃদয় ৩-০ সেটে হারান ওমানকে। পরে অবশ্য ইরাকের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও হৃদয় হেরে যান ৩-২ সেটে। নারী এককের খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের খেলোয়াড়ের বিপক্ষে ৩-১ সেটে জয় তুলে নেন।

বাংলাদেশ মিশ্র দ্বৈতের জুটি মুহতাসিন হৃদয় ও সোনম সুলতানা সোমা উজবেকিস্তানের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যান ৩-২ সেটে। টুর্নামেন্টের পুরুষ দলগত বিভাগে এশিয়ার ৪১ দেশের মধ্যে ২০তম হয়েছে বাংলাদেশ। আসরে এটাই সেরা সাফল্য লাল-সবুজ টিটি খেলোয়াড়দের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন