শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতারে আরেকটি জয় টিটি দলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৫ পিএম

কাতারের দোহায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আরেকটি জয়ের দেখা পেল বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। বুধবার রাতে ২৪তম স্থান নির্ধারণী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফিলিস্তিনকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ পুরুষ টিটি দল। মুহতাসিন হৃদয় ৩-২ গেমে ফিলিস্তিনের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে এ জয় তুলে নেন। দ্বিতীয় সেটে বাংলাদেশের রামহিম ৩-১ গেমে হেরে যান। তৃতীয় সেটে বাংলাদেশের সজীব ৩-২ গেমে প্রতিপক্ষ দেশের তিন নম্বর খেলোয়াড়কে হারান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেটে ফিলিস্তিনের দুই নম্বর খেলোয়াড়কে ৩-২ গেমে হারিয়ে দেন মুহতাসিন হৃদয়। অন্যদিকে মেয়েদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরে যায়। সোনম সুলতানা সোমা ২-৩ গেমে, সাদিয়া রহমান মৌ একই ব্যবধানে ও নওরিন সুলতানা মাহি ১-৩ গেমে হারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন