শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

র‌্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু বুধবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৮:৩০ পিএম

বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জার্মানিয়া কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজ উদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে ফেডারেশন কাপ র‌্যাঙ্কিং টিটি টুর্নামেন্ট। এবারের আসরে ২২টি পুরুষ দল ও ৮টি নারী দল অংশ নেবে। অন্যবার পুরুষ বিভাগে শক্তিশালী দল গড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র, পুলিশ এবং পাললিকের মতো দলগুলো। কিন্তু এবারের ফেডারেশন কাপে খেলছে না বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল। তবে সবাইকে টেক্কা দিয়ে সেরা দল গড়েছে ওয়ারী ক্লাব। নবম বাংলাদেশ গেমসে সোনাজয়ী মোহতাসিন আহমেদ হৃদয়, রুপা জয়ী রিফাত মাহমুদ সাব্বির ও তরুণ প্রতিভাবান খেলোয়াড় রামহীম বোমকে দলে টেনেছে তারা। যাদের নিয়ে গেল বছর চ্যাম্পিয়ন হয়েছিল শেখ রাসেল সেই মানস চৌধুরী, জাভেদ আহমেদ ও সজিবকে চুক্তিভুক্ত করেছে পুলিশ। এ বিষয়ে শেখ রাসেলের পরিচালক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা এবার ফেডারেশন কাপে খেলছি না, এটা সত্যি। ক্লাবের কিছু সমস্যা রয়েছে। তাই খেলছি না।’

এদিকে নারী বিভাগে আবাহনীর সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে পুলিশে যোগ দিয়েছেন সোনম সুলতানা সোমা। তার সঙ্গী হয়েছেন দুই সহোদরা সাদিয়া রহমান মৌ এবং নওরীন সুলতানা মাহী। আর আবাহনীতে গেছেন সালেহা সেতু, রহীমা আক্তার ও সামান্তা হোসেন তুসি। আবাহনীর পরিচালক ও ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘খেলোয়াড়রা যেখানে টাকা বেশি পেয়েছে, সেখানে গেছে। এতে আমার বলার কিছুই নেই। তবে আমার সঙ্গে একটু কথা বলা উচিত ছিল তাদের।’

নারীদের বিভাগে এবার ভাঙ্গা হাটে পরিণত হয়েছে আবাহনী লিমিটেডও। ফলে এবারের আসর মাতানোর অপেক্ষায় পুরুষ বিভাগে ওয়ারী ক্লাব এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন