শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আশরাফ শিশিরের গোপন

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘গাড়িওয়ালা’র জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের পর আশরাফ শিশির নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপনÑদ্য ইনার সাউন্ড’। সিনেমাটি গত ৩-৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অ্যাক্রস দ্য বর্ডার বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ভারতের ৮ বার জাতীয় পুরস্কার বিজয়ী এডিটর এ. শ্রীকার প্রাসাদ এর হাত থেকে এ পুরস্কার নেন চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির এবং অভিনেত্রী কাবেরী রায় চৌধুরী। উৎসবে আজীবন সম্মাননা পান রোজা-বোম্বে-দিল সে খ্যাত চলচ্চিত্র পরিচালক মণিরতœম এবং রাজকাপুরের মেরা নাম জোকার খ্যাত ইউক্রেনিয়ান অভিনেত্রী সেনিয়া রিয়াবিনকিনা। উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লিতে নিয়োজিত কানাডা, ইরাক, শ্রীলংকা, মরক্কো, আলজেরিয়া, ফিলিস্তিন, তাইওয়ান-এর রাষ্ট্রদূতগণ, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান নরেশ কুমার, দিল্লি বিজেপি’র কেন্দ্রীয় সভাপতি সতীশ উপাধ্যায়সহ আরো অনেকে। উৎসবটিতে ৬৮ দেশের ২১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। পুরস্কার গ্রহণকালে আনুষ্ঠানিক বক্তব্যে চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, এ জয় বাংলাদেশের চলচ্চিত্রের জয়। আমাদের নির্মাতারা এখন শুধু নিজের দেশ নয়, সারা বিশ্বের দর্শকদের জন্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন, যা একের পর এক সফলতা অর্জন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন