শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চসিক গরীবের উপর জুলুম করার নীতিতে বিশ্বাস করে না-চসিক মেয়র

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকার বা সিটি কর্পোরেশন গরীবের উপর জুলুম করার নীতিতে বিশ্বাস করে না। যারা সামর্থবান এবং যারা বিত্তের মালিক তাদের সকলকে ট্যাক্সের আওতায় এসে সরকারের সহযোগী হতে হবে। গতকাল (রোববার) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চসিকের রাজস্ব বিভাগের টিও, ডিটিও, লাইসেন্স ইন্সপেক্টর ও কর আদায়কারীদের সমন্বয় সভায় মেয়র একথা বলেন। তিনি বলেন, কারো উপর ভয়-ভীতি প্রদর্শন করে বিরাগভাজন হওয়ার কোন সুযোগ নেই। আইন-কানুন, বিধি-বিধানের আওতায় সুমধুর আচরণ ও ভদ্র ব্যবহারের মাধ্যমে হোল্ডারদের মন জয় করতে হবে। অসামর্থ্য, নিঃস্ব ও হতদরিদ্র হোল্ডারদের উপর মাত্র টোকেন ট্যাক্সের মাধ্যমে হোল্ডিং নম্বর প্রদান করা হবে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মেয়য়ের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন। সমন্বয় সভায় রাজস্ব সার্কেল সমূহের টিও এবং এসেসমেন্টের দায়িত্বে নিয়োজিত ডিটিওবৃন্দ স্ব-স্ব কার্যক্রমের উপর প্রতিবেদন তুলে ধরেন। মেয়র রাজস্ব আদায় গতিশীল করে নাগরিক সেবা প্রাপ্তিতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন