বেসরকারি একটি হাসপাতালের কর্মকর্তাকে মিথ্যা মামলায় জড়ানো এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চার পুলিশ কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহকারী ওয়ার্ড মাস্টার কামরুল ইসলাম। তাদের বক্তব্য রেকর্ড শেষে নালিশী মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামিরা হলেন- নগরীর বন্দর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ, সাবেক এসআই রবিউল ইসলাম ভূঁইয়া ও কে এম জান্নাত সজল, নগর গোয়েন্দা পুলিশের সাবেক এসআই মঙ্গল বিকাশ চাকমা এবং বন্দর এলাকার বাসিন্দা জামাল ফরাজী ও মিলন ফরাজী। আসামিদের মধ্যে মহিউদ্দিন মাহমুদ নগর পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত। এসআই মঙ্গল বিকাশ সিলেটে কর্মরত।
বাদির আইনজীবী জুয়েল দাশ জানান, পুলিশ কর্মকর্তাদের সহায়তায় বাদিকে হত্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে নগরীতে ঘোরানো হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু পরে তিনি ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন