গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার রাজবাড়ী সদর উপজেলা চত্বরে রাজবাড়ী সদর উপজেলাধীন দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১৫ সদস্যের মাঝে সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রæতি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক, রাজবাড়ীর এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার নুর মহল আশরাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার প্রকৌশলী স্বপন কুমার গুহ, রাজবাড়ী সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি প্রমুখ।
পরে রাজবাড়ী সদর উপজেলাধীন ‘দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ এর আওতায় গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ১৫ জন মহিলা শ্রমিক, চায়না, নাছিমা খাতুন, আন্না বেগম, ভানু, কনা বেগম, ফেলী, আলেয়া বেগম, নার্গিস, আমেনা, হবিরন নেছা, হাজেরা, জহুরা বেগম, লিপি আক্তার, রাবেয়া বেগম, বাহাতনের মাঝে মোট ১৭ লাখ ১০ হাজার ১ শত ২৮ টাকার চেক বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন