বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে ট্রাক মালিক সমিতির নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মুক্তি না দিলে কঠোর আন্দোলন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৪:২৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির নেতা মঈনুল হোসেনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতি তারাকান্দি যমুনা সারকারখানা আঞ্চলিক শাখা এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এ সময় তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, তারাকান্দি ট্রাক ও মালিক সমিতির নেতা আমিনুল ইসলাম বাচ্চু, কামাল হোসেন, ইকবাল হোসেন লতিফ ও মিন্টু হাসান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে মধ্যে সংঘর্ষ হয়। কাজ শেষে বাড়ী ফেরার পথে এ সময় পুলিশ মহাখালী, টাঙ্গাইল ও জামালপুর বাস মালিক সমিতির সদস্য, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ি সমিতির নেতা, তাকওয়া পরিবহণের চেয়ারম্যান মঈনুল হোসেনকে আটক করে পুলিশ। আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে মালিক সমিতি। আগামী তিন দিনের মধ্যে মামলা প্রত্যাহার ও মঈনুল হোসেনকে মুক্তি না দিলে তারাকান্দি সারকারখানা এলাকায় বৃহৎ আন্দোলন গড়ে তুলা হবে বলেও বক্তারা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন