স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫১ বছর। সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিচারপতি জে এন দেব চৌধুরী বø্যাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। ১৯৬৫ সালের ১৫ মার্চ জে এন দেব চৌধুরী জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত জিতেন্দ্র নারায়ণ দেব চৌধুরীও একজন আইনজীবী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালের ১৬ এপ্রিল জজকোর্ট, ১৯৯২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ ও ২০০১ সালের ৪ নভেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে অধিভুক্ত হন তিনি। ২০১৫ সালের ১২ ফেব্রæয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। আইনজীবী থাকাকালে তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম সফর করেন। ‘শ্রম ও শিল্প আইন’ বাংলা ভার্সনটি লিখেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন