সমাবর্তন হলো শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি প্রাপ্তির দিন। এই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে কালো রঙের ক্যাপ ও গাউন গায়ে প্রথমবারের মতো মূল সনদ হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি, অতিথি হয়ে এসে অনুপ্রেরণা দেন সফল কোনো ব্যক্তি। এমন দিনের স্বপ্ন কে না দেখে? কিন্তু প্রতিষ্ঠার ১৪ বছরেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো সমাবর্তন না হওয়ায়, মূল সনদ হাতে পাননি স্নাতক শেষ করা হাজার হাজার শিক্ষার্থী, পাননি শিক্ষাজীবনের অর্জনের চূড়ান্ত স্বীকৃতি। আমরা এই প্রতীক্ষার অবসান চাই। আশা করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সমাবর্তনের আয়োজন করে শিক্ষার্থীদের হাতে মূল সনদ তুলে দেয়ার ব্যবস্থা করবে।
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন