যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় পিতা ও পুত্রসহ পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ রাস্তা ছেড়ে দোকান ও হোটেলের মধ্যে ঢুকে গেলে, কাভার্ডভ্যানটি চাপায় এই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে পিতা পুত্রও রয়েছে। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সড়কটি দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া (৩৫), টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম (৩৮), শামছুর রহমানের ছেলে রফিজ মির (৬০), হাবিবুর রহমান পচা (৪৫) ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ (৭)।
ভোজগাতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান কেশবপুরের দিকে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারি মিলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জান বলেন, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়েছে। গাড়িটি আটক করে হেফাজতে নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন