সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপির এজেন্ডা হলো রাজাকার-জঙ্গিদেরকে পুনরুজ্জীবিত করা: কুষ্টিয়ায় ইনু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম

১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারণ দেখছেন না জাসদ সভাপতি হাসানুল ইনু। তিনি বলেন, একটি জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রী কলেজে বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালীর অর্জন, ভবিষ্যত করণীয় শীর্ষক আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসানুল হক ইনু আরো বলেন, এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন ও যে কোন মূল্যে রাজাকার, জামায়াত জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো, সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা আর এর আড়ালে কৌশলে জামায়াত-রাজাকার জঙ্গিদেরকে পুনরুজ্জীবিত করা। এর জন্য তারা সংকট মোকাবেলায় কোন প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটা বিপদ সংকেত।
এরকম পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিকে এটার মোকাবেলা করতে হবে।
পরে হালসা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ। এসময় কলেজের শিক্ষার্থী শিক্ষক সূধীজন ও জাসদ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ হেদায়েত উল্লাহ ৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম says : 0
আপনার রাজনীতিটা আসলে কি? ফ‍্যাসিস্ট রাষ্ট্রব‍্যবস্থাকে আরো শক্তিশালী করাই কি আপনার রাজনীতি?
Total Reply(0)
মোঃ হেদায়েত উল্লাহ ৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ পিএম says : 0
আপনার রাজনীতিটা আসলে কি? ফ‍্যাসিস্ট রাষ্ট্রব‍্যবস্থাকে আরো শক্তিশালী করাই কি আপনার রাজনীতি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন