অভিনেত্রী বিদ্যা বালান জানিয়েছেন, তিনি যখন সবচেয়ে ব্যস্ত থাকেন সেই সময়টাকেই সবচেয়ে বেশি উপভোগ করেন।
“ব্যস্ততার সময়টাই আমার সবচেয়ে ভালো লাগে, তবে পেশাগত কাজের ফাঁকে ফাঁকে আমার কিছুটা মুক্ত সময়ও লাগে। নিজের জন্যও আমার সময় লাগে। অবসর সময় লাগে কারণ আমি যে কাজ করি তা খুব মনোযোগ দিয়ে করি, বিশেষ করে ফিল্মের শুট... এর পর শুধু বিদ্যা হওয়ার জন্য আমার সময় লাগে। আমি ব্যস্ততা ভালোবাসি, এটাই আমাকে বাঁচিয়ে রাখে,” বিদ্যা বলেন।
“মাথা ঠিক রাখার জন্য আমাকে একেবারে পেশার সঙ্গে সম্পর্কহীন কিছু কাজ করতে হয় এবং এর ফলে আবার পূর্ণ উদ্যম নিয়ে কাজে ফিরতে পারি,” তিনি আরো বলেন।
বিদ্যাকে সর্বশেষ দেখা গেছে সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি টু : দুর্গা রানি সিং’ চলচ্চিত্রে।
‘তুমহারি সুলু’তে তাকে দেখা যাবে সুলোচনা ওরফে সুলু নামে এক রেডিও জকির ভূমিকায়।
সৃজিত মুখার্জির বাংলা চলচ্চিত্র ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগম জান’ ফিল্মটিতে ভারত বিভাগকালীন নিষিদ্ধ পল্লীর প্রধানের ভূমিকায় দেখা যাবে।
জীবনী চলচ্চিত্র ‘আমি’তে তিনি অভিনয় করেছেন লেখিকা কমলা দাশ ওরফে কমলা সুরাইয়ার ভূমিকায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন