শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবারের মিস ইউনিভার্সও উপস্থাপনা করবেন স্টিভ হার্ভি

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

২০১৫তে ভুল বিজয়ী ঘোষণার মতো মারাত্মক ভুল করার পর এবারের মিস ইউনিভার্স বিউটি প্যাজেন্ট উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন কমেডিয়ান স্টিভ হার্ভি।
২০১৫তে ৫৯ বছর বয়সী এই কমেডিয়ানটি মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিয়েরেসকে মিস ইউনিভার্স ঘোষণা করে বসেন, বাস্তবে তিনি ছিলেন প্রথম রানার-আপ। তাকে মকুট পরানো হয় এবং বিজয়ীর ফুলের তোড়া দেয়া হয়। এর কিছুক্ষণ পর হার্ভি মঞ্চে এসে জানান তিনি কিউ কার্ড ভুল পড়েছেন।
তিনি সেসময় বলেন, “আমাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, প্রথম রানার-আপ হচ্ছে কলম্বিয়া। আমি এর নিয়ন্ত্রণ নিচ্ছি। এটাই কার্ডে ছিল। আমি এর দায়িত্ব স্বীকার করছি। এটি আমার ভুল... জঘন্য ভুল।”
এরপর আগের বারের মিস ইউনিভার্স পলিনা ভেগা আরিয়াদনার মাথা থেকে মুকুট নামিয়ে নেন এবং মিস ফিলিপিন্স পিয়া ওয়ার্টসবাকের মাথায় পরিয়ে দেন।
এই ভুলের জন্য হার্ভি বিশ্বব্যাপী হাস্যাস্পদ হয়েছেন এবং তাকে হত্যারও হুমকি দেয়া হয়েছে।
সেই সময়ের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “চার মিনিটের নরক যন্ত্রণা... আমার জীবনের সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা ছিল সেটি।”
২৯ জানুয়ারি, ২০১৭তে ফিলিপাইনে মিস ইউনিভার্স ২০১৬ অনুষ্ঠিত হবে। ব্যাকস্টেজ উপস্থাপক হিসেবে থাকবেন অ্যাশলি গ্র্যাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন