শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থানে বিশ্বকাপ শেষ করল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:১০ পিএম | আপডেট : ৩:১৬ এএম, ১৮ ডিসেম্বর, ২০২২

দুই দলেরই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কে সহজে হারিয়ে মেসির আর্জেন্টিনা উঠে গিয়েছিল ফাইনালে। অন্যদিকে ফাইনালে ওঠার পথে মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।সেমিফাইনালে পরাজিত এই দুই দল কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ নেমেছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এই ম্যাচ জিতে ফাইনালে না যাওয়ার কষ্ট কিছুটা হলেও ভোলার সুযোগ ছিল দুই দলের সামনে।সেই সুযোগ কাজে লাগিয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। মরক্কোকে ২-১ এর ব্যবধানে হারিয়ে গতবারের রানাস আপরা কাতার বিশ্বকাপ শেষ করেছে তৃতীয় স্থানে থেকেই।
 
ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেছেন
ইয়োস্কো গাভারদিওল, ও মিসলাভ অরসিচ। মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছেন দলটির ডিফেন্ডার আশরাফ দারি।
 
 
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন