আফগানিস্তানের তালেবান সরকার কর্তৃক মহিলা কর্মচারীদের কাজ করা থেকে বিরত রাখার আদেশে ‘চরম উদ্বেগ’ প্রকাশ করেছে কাতার। তারা আফগান প্রশাসনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
রোববার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয় ‘নারীদের কাজের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়, কাজ বেছে নেয়া এবং গ্রহণ করার স্বাধীনতা একটি মানবাধিকার,’ বিবৃতিতে বলা হয়।
শুরু থেকেই তালেবানদের সমর্থন দিয়ে আসছে কাতার। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের সময় কাতার তালেবানদের একটি প্রতিনিধি অফিসের আয়োজন করেছিল এবং ২০২১ সালে গোষ্ঠীটি ক্ষমতায় আসার আগে শান্তি আলোচনার স্থান হিসাবে কাজ করেছিল। যার ফলে কাতারের এ বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন