শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসলামাবাদে বিলাসবহুল হোটেলে হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:১৬ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির একটি হোটেলে মার্কিনিদের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে পর দুই দিনের উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার। খবর আল-জাজিরার।

নিরাপত্তা সতর্কতায় পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে।

বড়দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিন স্টাফদের জনপ্রিয় অথবা তারকামানের হোটেলগুলোয় যেতে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীদের প্রতি আহ্বান জানায় মার্কিন মিশন।

গত শুক্রবার ইসলামাবাদের আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Add
aman ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:৩৫ পিএম says : 0
মহান আল্লাহ বিশ্ববাসীকে হেফাজত করুক
Total Reply(0)
Add
Tutul ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম says : 0
পাকিস্তানে হামলার পেছনে রাজনৈতিক কারণ বেশি। পাকিস্তানের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক পরিস্থিতি আগে ঠিক করা উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ