শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার নারী লিগে হ্যাটট্রিক শিরোপা জয় বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ৭:৫৩ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার নারী প্রিমিয়ার লিগেও হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। শুক্রবার বিকেলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা গ্রুপ নারী লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে কিংসরা ২-০ গোলে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিম একটি করে গোল করেন। লিগের গত দুই আসরের মতো এবারও কোন ম্যাচে হারেনি বসুন্ধরা কিংসের মেয়েরা। ম্যাচে হারলেও লিগ রানার্সআপ হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের মোছাম্মৎ আকলিমা খাতুন ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন। একই দলের শাহিদা আক্তার রিপা পান লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। শিরোপা নির্ধারণী খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সদস্য মো. ইলিয়াস হোসেন, মহিদুর রহমান মিরাজ, টিপু সুলতান এবং নুরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন