শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চকরিয়ায় মোটর সাইকেল চোর সিন্ডিকেট প্রধানসসহ ৩জন আটক

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ৪:২১ পিএম

কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব আহমেদ নাসির (জেলা গোয়েন্দা শাখা)

এর তত্ত্বাবধানে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২৯/১২/২০২২ ইং তারিখ হতে ৩০/১২/২০২২ রাত পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় চকরিয়া থানা এলাকা হতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্য ১। হোসাইন(৩৬), পিতা-জামাল উদ্দিন, সাং-হারবাং, মুসলিম পাড়া,
২। মোঃ কাইছার (৩০), পিতা-ফরিদুল আলম,
সাং-হারাবাং, আলীপুর, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৩। জোহার ইসলাম সায়েম(২৮), পিতা-হাসেম মোল্লা, সাং-সুদা বাদিপাড়া,থানা-লামা, জেলা-বান্দরবান।

এসময় তাদের থেকে ৩টি চোরাই মোটরসাইকেল যথাক্রমে- ০১। একটি নীল
রঙের পুরাতন ব্যবহৃত Apache RTR 160 4V মটর সাইকেল, রেজিস্টেশন বিহীন, যার ইঞ্জিন নম্বর-AE7AL22N8057, চেচিস নম্বর-
PS637AE72L6F21408, যার আনুমানিক মূল্য-১,৯৫,০০০/- টাকা

২। একটি নীল রঙের পুরাতন ব্যবহৃত Apache RTR 160 মটর
সাইকেল, রেজিস্টেশন বিহীন, যার ইঞ্জিন নম্বর-2KF3B007, চেচিস নম্বর-নাই, ইঞ্জিন নম্বর এর বিভিন্ন সংখ্যা টেম্পারিং করা,
আনুমানিক মূল্য-১,৬০,০০০০/- টাকা

৩। একটি নীল রঙের পুরাতন ব্যবহৃত Discover 125 cc মটর সাইকেল, রেজিস্টেশন নম্বার-
বান্দরবান-হ-১১-৩১৮৮, ইঞ্জিন নম্বর-KDZKWJB20368
আনুমানিক মূল্য ১,৬৫,০০০/- টাকা।

প্রাথমিক তদন্তে আসামীরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার , বান্দরবান এবং চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান হতে অন্যান্য সক্রিয় চোরচক্রের সহায়তায় উপরোক্ত গাড়ীসমূহ চুরি করে নিজেদের দখলে রাখে, গাড়ীর ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন