বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বই আনতে গিয়ে বিদ্যালয়ের সামনেই হ্যান্ড টলি চাপায় শিক্ষার্থী নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৫:৩১ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নতুন বছরের প্রথম দিনে নতুন বই আনতে গিয়ে বিদ্যালয়ের সামনেই হ্যান্ডটলি চাপায় সানজিদা ইয়াসমিন শারিকা (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সানজিদা উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাঁর বাবা আব্দুল কাদের ওই বিদ্যালয়ের দৈশ প্রহরি বলে জানা গেছে।

রবিবার (১ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে নিহত সানজিদা ইয়াসমিন বাড়ি থেকে বের হয়ে বই আনতে তার বিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে সে বিদ্যালয়ের সামনে সহপাঠীদের সাথে খেলায় মেতে উঠে।

এ সময়ে বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে একটি হ্যান্ডটলি ব্রেক ফেল করে সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, এ ঘটনায় চালক মেহেদি হাসান ও ঘাতক হ্যান্ডটলিকে আটক করা হয়েছে। এনিয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন