কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকা হতে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব -১১, সিপিসি-২ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৮৯ বোতল বিদেশী মদ এবং ২৩ ক্যান বিয়ারসহ উদ্ধার করা হয়। আটক ভারতীয় নাগরিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় র্যাব।
আটক ভারতীয় নাগরিক হলেন- ভারতের ত্রিপুরার বক্সনগর সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির হোসেন (৩৬)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন মাদকসহ ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উল্লেখিত পরিমান মাদকসহ তাকে আটক করা হয়।এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন