শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বসনিয়া-হারজেগোভিনা পার্লামেন্টে নওয়াজ

পাকিস্তানের অর্থনীতি বর্তমানে ভালোর দিকে, আল-কায়েদা তালিবান নির্মূলের দাবি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান থেকে আল-কায়েদা এবং তালিবানের মতো সন্ত্রাসীগোষ্ঠী নির্মূল করা হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে ভালোর দিকে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ইউরোপ সফরে গিয়ে গত বুধবার সন্ধ্যায় এই দাবি করে নওয়াজ শরিফ বলেন, সম্ভাব্য সন্ত্রাসবাদের হুমকিকে সফলভাবে মোকাবিলা করা হয়েছে। বসনিয়া-হারজেগোভিনা সফরকালে গত বুধবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তৃতায় নওয়াজ শরিফ বলেন, সন্ত্রাস নির্মূল করতে গিয়ে পাকিস্তানকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, তবে আমরা সন্ত্রাসবাদের হুমকিকে কার্যকরভাবে নস্যাৎ করে দিয়েছি, এটাই আমাদের সফলতা। নওয়াজ দাবি করে আরো বলেন, পাকিস্তানে তালিবান ও আল-কায়েদার অভয়াশ্রম ধ্বংস করা হয়েছে এবং তারা দেশ থেকে নির্মূল হয়ে গেছে। এ ছাড়া পাকিস্তানে সন্ত্রাসী আইএসের কোনো উপস্থিতি নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী বসনিয়া-হারজেগোভিনার এমপিদের সামনে বেশ জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের হুমকি নিরসনে পাকিস্তান বদ্ধপরিকর। এ ছাড়াও বসনিয়ার ব্যবসায়ীদের একটি ফোরামেও বক্তব্য রাখেন তিনি। ব্যবসায়ীদের বক্তৃতায় নওয়াজ বলেন, পাকিস্তানের অর্থনীতি এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ফলে পাকিস্তান এখন বিনিয়োগের একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে। নওয়াজ এ সময় তার দেশে বিনিয়োগের জন্য বসনিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন