আজ ৮ জানুয়ারি'২৩ সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আব্দুস সাত্তার খাঁ (৫২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের মৃত আতিয়ার খাঁ-এর ছেলে।
জানা গেছে, লক্ষিকুন্ডা ইট ভাটা থেকে ইট ক্রয় করে ট্রলি বোঝাই দিয়ে মুলাডুলির পতিরাজপুর যাবার পথে উল্লেখিত স্থানে এসে ওভারটেক করার সময় মোটরসাইকেল আরোহী সাত্তার খাঁ ট্রলির ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সংবাদ পেয়ে ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির এস আই সিরাজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সংবাদ লিখা পর্যন্ত এসংক্রান্ত কোন মামলা দায়ের হয়নি। পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন