শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে হত দরিদ্র ও অসহায় মানুষ সরকারি সহায়তা পায় -এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৭:১১ পিএম

ভোলার লালমোহন উপজেলার নয়টি ইউনিয়নের ৬ হাজার গরীব,অসহায়,দুঃস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার দুপুরে লালমোহন উপজেলার ফরাজগন্জ, বদরপুর,গজারিয়া,লর্ডহাডিন্জ সহ বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে হত দরিদ্র ও অসহায় মানুষ সরকারি সহায়তা পায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এক সময় এই দেশ গরিব ছিল,এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হত দরিদ্র ও অসহায় মানুষ সরকারি সহায়তা পায়। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের ও মানুষের উন্নয়ন হয়।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার,লর্ডহাডিন্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সহ দলীয় নেতা কর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন