শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে সিএনজি সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় বাসে আগুন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম

গাজীপুর মহানগরের ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় নামক স্থানে তাকওয়া মিনিবাসের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা তাকওয়া বাসে আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উল্লেখিত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুরর মহানগরীর বাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, বুধবার দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা একটি সিএনজির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজি চালক আহত হন। এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন