শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ, ধানমন্ডি ৩২নং সড়কে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত, জাতীয় সম্মেলন ও নির্বাচন ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন ভ‚মিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ এমপি। আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। সম্মেলনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটি-২০১৬-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. দূর্গাদাস ভট্টাচার্য। নির্বাচনী বোর্ডের প্রধান হিসেবে তিনি নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে ষাটটি জেলা শাখার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ও সমর্থনে শিরিন আকতার মঞ্জু পুনরায় সভাপতি, শেখ মুনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ও মো. মনিরুজ্জামান জুয়েল সিনিয়র সাধারণ সম্পাদক ও দলের মূখপত্র নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন