কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিনদিনের ও বেশি নিম্নমুখী প্রবণতা পার করল আন্তর্জাতিক স্বর্ণের বাজার। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে গত বৃহস্পতিবার ২ দশমিক ৫ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৩০ দশমিক ৭ ডলারে। এর আগে গত মঙ্গল ও বুধবার নিম্নমুখী ছিল ধাতুটির বাজার। সব মিলিয়ে এ সপ্তাহে স্বর্ণের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। যদি শুক্রবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতির দিকে থাকে, তাহলে এ নিয়ে টানা সাত সপ্তাহ পণ্যটির দাম নিম্নমুখী থাকবে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতনে সবচেয়ে প্রভাব বিস্তার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই প্রত্যাশিতভাবে স্বর্ণের দাম কমে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন