বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শ্রীলংকার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭-এ স্থির হয়ে আছে বাংলাদেশ ১৬ মাস। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হেরে র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ছয়-এ থাকা শ্রীলঙ্কার সঙ্গে বর্তমানে বাংলাদেশের ব্যবধান ছয় পয়েন্ট ( বাংলাদেশ ৯৫, শ্রীলঙ্কা ১০১)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাই শ্রীলঙ্কাকে হটিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়-এ ওঠার সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ আছে বাংলাদেশের।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটা করবে আরো সুসংহত। তাতে ২০১৭ সালের বিশ্বকাপ পথটা হয়ে যাবে আরো সহজ। সিরিজ হারলেও ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরেই থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জিতলে স্বাগতিকদের পয়েন্ট হবে ১১১, আর চার পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট হবে ৯১। নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে তখন স্বাগতিকদের পয়েন্ট হবে ১০৯, বাংলাদেশের পয়েন্ট ৯৫-এ অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৫, চার নম্বর থেকে নেমে যাবে তারা ৫ নম্বরে। বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০০-এ। প্রায় ছুঁয়ে ফেলবে তখন শ্রীলঙ্কাকে। আর বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৭, দশমিক ব্যবধানে পেছনে চলে যাবে ইংল্যান্ডের, আর ২ পয়েন্ট বেড়ে বাংলাদেশের পয়েন্ট হবে তখন ৯৭। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য র‌্যাংকিংয়ে শীর্ষ ৮-এ থাকতে হবে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে, আইসিসির ওই শর্তটা মাথায় রেখেই বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবতীর্ন হতে হচ্ছে বাংলাদেশ দলকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন